চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গা: মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

রোহিঙ্গা সংকটের জেরে মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনে এ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা চলছে।

নিষেধাজ্ঞাটি আরোপ হলে বিশ্বের বৃহত্তম এ বাণিজ্য ব্লকে মিয়ানমার আর শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা।

এর ফলে মিয়ানমারের লাভজনক বস্ত্রশিল্প নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারে শত শত মানুষ।

তবে নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে না। রোহিঙ্গা নিধন বন্ধের জন্য মিয়ানমারকে সুযোগ দেবে সংস্থাটি।

সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর মিয়ানমারের দু’টি সামরিক ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ইইউ’ও এবার মিয়ানমারের বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে।

এখন পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন সদস্যের সম্পদ বাজেয়াপ্ত করাসহ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।