চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোহিঙ্গা মা-শিশুর পুষ্টিমান উন্নত করতে চায় সরকার: পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে মা ও শিশুর পুষ্টিমান উন্নত করতে চায় সরকার।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর কর্মশালায় তিনি বলেন, ২০১৭’র মাঝামাঝি থেকে উন্নয়ন সহযোগীরা সরকারকে সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদের জন্য যথাসাধ্য করছে।

কর্মশালায় বিভিন্ন অধিবেশনে ৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, রোহিঙ্গাদের জন্য ত্রাণ কার্যক্রমে তেমন কোনো অব্যবস্থাপনা পাননি বিআইডিএস এর গবেষকরা।