চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বলেছেন, মানবিক বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশ একটি উজ্জ্বল রাষ্ট্র। রোহিঙ্গা সমস্যাটি সমাধানের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার।

রোববার দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এর আগে তিনি উড়োজাহাজের একটি ফ্লাইটে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান।

কক্সবাজার বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ. আবুল কামাল, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ. কামাল হোসেন।

এরপর গাড়িযোগে তিনি বান্দরবনের শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে যান। ওখান থেকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান। ওখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় সিঙ্গাপুরের ওই মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী।