চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ৪১টি এনজিও নিষিদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন: রোহিঙ্গা সংকট শুরুর পর ১৩৯টি এনজিও কক্সবাজার এলাকায় কার্যক্রম শুরু করেছিল। এর মধ্যে ৪১টি এনজিও অপকর্মে লিপ্ত থাকায় তাদের সব ধরনের কার্যক্রম প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সকালে দক্ষিণ সুরমা এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন: এখনো বিভিন্ন এনজিও একই কাজ করছে, সে ধরনের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী অভিযোগ করেন: তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে দেশি-বিদেশি বিভিন্ন এনজিও নানা ভাবে তদবির করছে।

এসময় উপস্স্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।