চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোহিঙ্গাদের জন্য আবারও ভারতের ৭শ’ টন ত্রাণ

মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ভারত থেকে আরও ৭শ’ টন ত্রাণ নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ত্রাণ হিসেবে রয়েছে চাল, ডাল, ভোজ্য তেলসহ ৬২ হাজার ফ্যামিলি প্যাক।

বৃহস্পতিবার ভোরে ‘আইএনএস গোরিয়াল’ নামক ত্রাণবাহী এই জাহাজ চট্টগ্রাম জেটিতে এসে পৌঁছে। এর আগে রোহিঙ্গাদের জন্য কার্গো বিমানযোগে দু’দফায় ভারত ত্রাণ পাঠিয়েছে।

তখন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবাদুল কাদেরের কাছে বিমানবন্দরেই এসব ত্রাণ তুলে দেন।

পরে হর্ষবর্ধন শ্রীংলা সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখেছি গত কয়েক সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত শরণার্থীরা বাংলাদেশে ছুটে আসছে। ভারত বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে।’ রোহিঙ্গাদের গ্রহণ এবং আশ্রয়ের ব্যবস্থা করায় তিনি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান।