চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোনালদোর নামে বিমানবন্দর

পর্তুগিজ অধিনায়ক ও চারবারের বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে এবার অভিনব এক সম্মাননা জানাতে যাচ্ছে তার জন্মশহর মাদেইরা। সিআর সেভেনের নামে বিমানবন্দরের নামকরণ করতে চলেছে সেখানকার স্থানীয় সরকার।

মাদেইরার প্রেসিডেন্ট মিগুয়েল আলবুকর্ক জানিয়েছেন, ২০১৬ সালে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নের মুকুট এনে দেওয়া তারকাকে সম্মান জানাতে আয়েরোপর্তো দ্য মাদেইরা বিমানবন্দরের নামকরণ করা হচ্ছে মাদেইরা ক্রিস্টিয়ানো রোনালদো এয়ারপোর্ট নামে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

গত শুক্রবার এর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২৯ মার্চ এটা প্রকাশ করা হবে।

ইতিমধ্যে সিআর সেভেনের জন্মস্থান মাদেইরায় তার নামে একটি যাদুঘর ও ব্রোঞ্জের মূর্তি আছে। সেখানে তার চারটি হোটেলও আছে।

এর আগে ম্যানইউ কিংবদন্তি জর্জ বেস্টের নামে বেলফাস্টের বিমানবন্দরের নামকরণ করা হয়েছিল ‘জর্জ বেস্ট বেলফাস্ট সিটি এয়ারপোর্ট।’