চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোনালদোতে মুগ্ধ র‌্যাঙ্গনিক

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের ১৫তম ম্যাচে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রেড ডেভিলদের ডাগআউটে অভিষিক্ত হয়েছেন রালফ র‌্যাঙ্গনিক। জয় তুলে তাকে স্বাগত জানিয়েছেন শিষ্যরা। এদিন ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সের বেশ প্রশংসা করেছেন জার্মান কোচ।

ওল্ড ট্রাফোর্ডে ব্রাজিলিয়ান ফ্রেডের একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে ১-০তে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

জয়ে শুরুর পর উচ্ছ্বসিত রালফ। বলছেন, ‘দল যেভাবে খেলেছে তাতে আমি ভীষণ খুশি, বিশেষ করে প্রথমার্ধে আমরা যেভাবে প্রতিপক্ষকে চাপে রাখতে পেরেছি, সেটা প্রশংসার। সেসময় এক বা দুটি গোল আসলে আরও ভালো লাগত।’

‘পুরো ম্যাচেই আমরা এগিয়ে থাকার চেষ্টা করেছি। শেষ পাঁচ মিনিট বাদে পুরোটা সময় প্রতিপক্ষকে চাপের মধ্যে রেখেছি।’

দলের সেরা খেলোয়াড় পর্তুগিজ মহাতারকা রোনালদোকে নিয়েও উচ্ছ্বাস গোপন করেননি। বলেছেন, ‘আমরা মূলত মাঝ মাঠে দুজন স্ট্রাইকার খেলাতে চেয়েছিলাম। তবে অসাধারণ খেলেছে ক্রিস্টিয়ানো রোনালদো।’

জয়ের পর ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে ম্যানইউ। স্বস্তির জয়ের ম্যাচে অবশ্য গোল পাননি রোনালদো। রেড ডেভিলদের গোলের গেরো খুলতে অপেক্ষা করতে হয়েছে ৭৭ মিনিট পর্যন্ত। তাই উন্নতির বেশকিছু জায়গাও দেখছেন র‌্যাঙ্গনিক।

র‌্যাঙ্গনিক আগে আরবি লেইপজিগের কোচের দায়িত্ব সামলেছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যানইউতে যুক্ত হয়েছেন।