চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রেনু হত্যায় সন্দেহভাজন ৪ জনকে খুঁজছে গোয়েন্দারা

রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যা মামলায় সরাসরি জড়িত ৪ জনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন পুলিশ ও গোয়েন্দারা। তবে হত্যা ঘটনায় ওই স্কুলের কোন শিক্ষকের জড়িত থাকার প্রমাণ এখনও পাওয়া যায়নি।

রাজধানীর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করতে আসা তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যা মামলার তদন্ত করছে পুলিশ ও গোয়েন্দারা। এ পর্যন্ত সরাসরি জড়িত রিয়া নামের এক নারীসহ ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছে ৩ ব্যবসায়ী। সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে ১২ জন। মামলার তদন্ত শেষ পর্যায়ে এলেও সরাসরি জড়িত থাকতে পারে এমন ৪ জনকে এখনও আটক করতে পরেনি পুলিশ।

গুলশান অপরাধ বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের খুঁজছি।  আমাদের একটি স্পেশাল টিম এ বিষয়ে কাজ করছে। দ্রুতই অপরাধীরা গ্রেপ্তার হবে।

নিহতের স্বজনদের অভিযোগ হত্যার আগে প্রধান শিক্ষকের হেফাজত থেকে নিয়ে যাওয়া হয় রেনুকে। তবে এমন কোন প্রমান পাওয়া যায়নি দাবী পুলিশের। মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুর রাজ্জাক। আলোচিত ওই মামলার ছায়া তদন্ত করছে ডিবি।

ভিডিওটি দেখুন: