চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রেকর্ড গড়ে ম্যান ইউতে পগবা

শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরলেন ফরাসি ফুটবল সুপারস্টার পল পগবা।

জুভেন্টাস থেকে পাঁচ বছরের চুক্তিতে
রেড ডেভিলরা পগবাকে দলে ভিড়িয়েছে ১০৫ মিলিয়ন ইউরোর (৯১৩ কোটি ২ লাখ টাকা)
বিশ্ব রেকর্ড গড়ে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে পল পগবা তার ট্রান্সফার সম্পন্ন করেছেন।’

২৩ বছরের পগবা ওল্ড ট্রাফোর্ডে ফিরে বলেছেন, ‘আমি আবারও ইউনাইটেডে আসতে পেরে খুশি। এই ক্লাব সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। হোসে মরিনহোর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’

পগবাকে দলে ভেড়াতে পেরে খুব উচ্ছ্বসিত ম্যানইউ বস হোসে মরিনহো। পগবা সম্পর্কে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন পগবা। ভবিষ্যতের জন্য ইউনাইটেডকে তৈরি করার যে দায়িত্ব আমার ওপর পড়েছে তাতে পগবাই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন।’

দলবদলের আগের বিশ্ব রেকর্ডটি ছিল ১০০ মিলিয়ন ইউরোর। টটেনহ্যাম হটস্পার থেকে গ্যারেথ বেলকে দলে টানতে এই অর্থ ব্যয় করেছিল রিয়াল মাদ্রিদ।

২০১২ সালে এই ইউনাইটেড থেকেই পগবাকে মাত্র ১.৫ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছিল জুভেন্টাস!