চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রেকর্ডের দিনে লড়লেনও কোহলিই

শুরুটা ভালোই করেছিলেন রোহিত ও শুভম। কিন্তু ইনিংস টানতে পারেননি। রাহানেকে নিয়ে লড়াই জমাতে হল অধিনায়ক কোহলিকে। সাবেক হয়ে যাওয়া ধোনির থেকে অধিনায়কত্বের একটি রেকর্ড কাড়ার দিনে আক্ষরিক অর্থেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ভারত দলপতি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেছে ভারত। শুক্রবার নামতে পারেনি, প্রথমদিনটা বৃষ্টিতে ভেসে যাওয়ায়। দ্বিতীয় দিনেও অবশ্য ৬৪.৪ ওভারের বেশি খেলা হতে পারেনি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ভারত ৩ উইকেটে ১৪৬ রানে দিন শেষ করেছে। উদ্বোধনীতে রোহিত শর্মা ও শুভম গিল ৬২ রান যোগ করে বিচ্ছিন্ন হন। রোহিত ৩৪ ও শুভম ২৮ করে ফিরে যান। খানিক বাদে চেতেশ্বর পূজারা সাজঘরে হাঁটা দেন ৮ রান করে।

দিনের বাকি খেলাটুকুতে আর বিপদ হতে দেননি বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। দুজনে অবিচ্ছিন্ন জুটিতে ৫৮ রান যোগ করেছেন। রোববার কোহলি ৪৪ ও রাহানে ২৯ রানে দিন শুরু করবেন। কোহলির ইনিংসটি ১২৪ বলের ধৈর্যের পরীক্ষার ফল!

ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নিল ওয়াগনার একটি করে উইকেট নিয়েছেন।

৩২ বছর বয়সী কোহলি এদিন ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছেন। ৬০ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে শীর্ষে থাকা মহেন্দ্র সিং ধোনির চেয়ে এখন এক টেস্টে বেশি অধিনায়কত্বের রেকর্ড তার। কোহলির নেতৃত্বে ৩৬ টেস্টে জিতেছে ভারত, এখানেও ধোনি দুইয়ে ২৭ টেস্ট জিতিয়ে।