চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী আমদানির জন্য রাশিয়ার সাথে চুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী আমদানির জন্য রাশিয়ান কোম্পানী ইবিইএল এর সাথে প্রাথমিক চুক্তি করেছে সরকার।

সকালে সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের উপস্থিতিতে চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন পরমাণু শক্তি কমিশনের সদস্য এবং রাশিয়ার পক্ষ থেকে ইবিইএল এর কর্মকর্তারা।

পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন: ইউরেনিয়াম নামে এই জ্বালানী রাশিয়া থেকে আমদানির ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ হবে, তবে এই জ্বালানী আমদানির ফলে প্রকল্পের ব্যয় বাড়বে না বলে জানান মন্ত্রী।

তবে ইউরেনিয়াম আমদানিতে কি পরিমাণ অর্থ খরচ হবে তা পরে সিদ্ধান্ত হবে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যত পরিমাণ জ্বালানী প্রয়োজন হবে, তার সবটাই এই কোম্পানি দেবে বলে জানান ইয়াফেস ওসমান।