চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রুশোর উদযাপনের পেছনে ভিডিও গেম!

চট্টগ্রাম থেকে: ম্যাচ শেষে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে কয়েকবার ভাসল ফিফটির পর রাইলি রুশোর উদযাপনের দৃশ্যটা। দ্বিতীয় ম্যাচ শুরুর আগে স্লো-মোশনে দেখানো হল আরও একবার। প্রোটিয়াদের সাবেক ক্রিকেটারের অদ্ভূত উদযাপন বিনোদন দিয়েছে গ্যালারির দর্শকদের। এ বাঁহাতির ৩১ বলে ৬৬ রানের ইনিংসটাও কম আন্দোলিত করেনি তাদের।

ক্রিকেট মাঠে উদযাপনের ভিন্নতা দিন দিন বাড়ছে। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের রুশো যেটা করলেন তা একদমই ব্যতিক্রম। রংপুর রেঞ্জার্সের বোলার আরাফাত সানিকে চার মেরে ২৩ বলে ফিফটি পূর্ণ করে ডান হাতে নাকের কাছে নিয়ে আঙুল নাচালেন। বাঁ-হাত প্রসারিত করেও আঙুল দিয়ে তুললেন ঢেউ। কোমর দুলিয়ে নাচলেন কিছুক্ষণ!

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ম্যাচ শেষে রুশো জানালেন ওই উদযাপনের পেছনের কারণ, ‘উদযাপনটা, প্লে-স্টেশন ফিফা গেমের (ভিডিও গেম) একটি উদযাপন ঠিক এরকম। ছেলেদের আগেই বলে রেখেছিলাম, যদি আজ ফিফটি করি তাহলে এভাবে উদযাপন করব।’

প্রথম ম্যাচেও ফিফটি পেয়েছিলেন রুশো। খেলেছিলেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। পরের ম্যাচ করেন ৪২। শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে অপারাজিত ৬৬। ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। তার দল খুলনা টাইগার্সও জিতেই চলেছে।