চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রিফাতের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শাহবাগে সমাবেশ

বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে’র ব্যানারে ‘‘বিশ্বজিৎ থেকে রিফাত, এ খুনের শেষ কোথায়’’ শিরোনামে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা রিফাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের পাশে রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। সেসময় নানাভাবে নিজেকে রক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেনি রিফাত।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে একের পর আঘাত করছে। আর তাদের হাত থেকে স্বামীকে রক্ষার চেষ্টা করছেন রিফাতের স্ত্রী। তিনি চিৎকার করে সাহায্য চাচ্ছেন।

হামলাকারীরা কুপিয়ে চলে যাওয়ার পর রিফাতকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের বাবা বাদি হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। এদের মধ্যে চন্দন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।