চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় বাধা কাটলো

রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা এবং রূপালীর ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাস অফিসার পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় বাধা কাটলো বল জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে গত ৭ জানুয়ারি আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা এবং রূপালীর ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাস পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানরে সমন্বয়ে গঠিত হাইর্কোট বেঞ্চ।

সেই সঙ্গে এই তিন ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ২০১৭ সনের সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ২০১৭ সনের সার্কুলারের পরীক্ষার পূর্বে কেন ২০১৬ সালের সার্কুলারের পরীক্ষা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এর আগে ২০১৬ সালের সার্কুলারের ২৮ জন আবেদনকারী একটি রিট করেন।