চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রান না দিয়েই ৬ উইকেট অঞ্জলির, ৫ বলে ম্যাচ জিতল নেপাল

টি-টুয়েন্টি ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন একটা পাতা যোগ করলেন নেপালের অঞ্জলি চাঁদ। কোনো রান খরচ না করেই ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন দেশটির নারী ক্রিকেটার। অঞ্জলির বিধ্বংসী বোলিংয়ের মাত্র ১৬ রানে গুটিয়ে যায় মালদ্বীপ। পরে মাত্র ৫ বলে ম্যাচ জিতে নেয় নেপাল।

ইনিংসের সপ্তম ওভারে তিনটি উইকেট তুলে নেয়ার পর অঞ্জলি নবম ওভারে তুলে নেন আরও দুই উইকেট। মোট ২.১ ওভার বল করে কোনো রান না দিয়ে ৬ উইকেট পকেটে ভরেন। ১১ ওভার পর্যন্ত টিকলেও ১৬ রানের বেশি করতে পারেনি মালদ্বীপ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মেয়েদের টি-টুয়েন্টিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড এখন অঞ্জলির। এর আগের রেকর্ডটি ছিল মালদ্বীপের মাস ইলাইসার। চলতি বছরের শুরুতে চীনের বিপক্ষে ৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন মালদ্বীপ অলরাউন্ডার।

পোখারায় অঞ্জলির বীরত্বে সাউথ এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটে দারুণ শুরু করল নেপাল। নেপাল ও মালদ্বীপ ছাড়া চার দলের টুর্নামেন্টে অন্য দুদল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগ্রেস।

রাউন্ড-বরিন লিগের শীর্ষ দুদল সোনার জন্য লড়াই করবে। আর তলানির দুদল খেলবে ব্রোঞ্জের জন্য।

মেয়েদের টি-টুয়েন্টিতে বোলিংয়ের রেকর্ডটা যেমন অঞ্জলির, তেমনি ছেলেদের রেকর্ডটা ভারতের দীপক চাহারের। সদ্যগত নভেম্বরেই বাংলাদেশের বিপক্ষে ৩.২ ওভারে ৭ রানে ৬ উইকেট নেন এ পেসার। ওই ম্যাচে হ্যাটট্রিকও করেন চাহার।

দীপক চাহারের আগে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসের।