চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রানে ঠাসা ম্যাচে জয়টা প্রাইম ব্যাংকের

জিততে হলে রানপাহাড় টপকাতে হত। সেই পথে আহামরি কিছু করতে না পারলেও খুব একটা পিছিয়ে ছিল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু বেরসিক বৃষ্টি ম্যাচে বাগড়া দিয়ে বুঝিয়ে দিল আরেকটু জোরে ছুটলে ভালোই করতো দলটি।

বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ৩৪৪ রানের জবাবে শেখ জামাল ৩৭.১ ওভারে তুলেছিল ২০৬ রান। এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। বৃষ্টি আইনে শেষ পর্যন্ত ২৯ রানের জয় পেয়েছে এনামুল হকের প্রাইম ব্যাংক।

ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার এনামুলের টানা দ্বিতীয় সেঞ্চুরি তোলার ম্যাচে ভারতীয় রিক্রুট অভিমন্যু ঈশ্বরণের ১৩৩ রানের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এনামু্ল করেন ১০১ রান।

৫ রানের মাথায় রুবেল মিয়ার উইকেট হারানোর পর নামেন অভিমন্যু। এনামুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৯৪ রান। তাতেই বড় সংগ্রহের ভীত গড়া হয়ে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের।

আরিফুল হক ৩২ বলে ৬৭ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেলে সাড়ে তিনশর কাছে নিয়ে যান প্রাইম ব্যাংককে।

তানবীর হায়দার দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও জিয়াউর রহমান।

জবাবে নাসির হোসেনের ৭৬ ও অধিনায়ক নুরুল ইসলাম সোহানের অপরাজিত ৫৪ রানে দলকে পথে রাখলেও শেষ পর্যন্ত বৃষ্টি বাগড়ায় ম্যাচ শেষঅবধি এগোয়নি। বৃষ্টি আইনে পরে ২৯ রানে জয়ী ঘোষণা করা হয় প্রাইম ব্যাংককে।