চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রানা প্লাজায় স্বজনহারা শিশুরা এখন কেমন আছে

চাপা কান্না, ক্ষোভ আর মা-বাবা হারানোর কষ্টকে সঙ্গী করে বেড়ে উঠছে রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের শিশুরা। বাবা-মা’র আদর জড়ানো কোলে বেড়ে উঠার সময় তাদের অনেকেরই আশ্রয় হয়েছে অনাথ আশ্রমে।

৫ বছরের শিশু ছন্দা। মাত্র ১২ মাস বয়সে রানা প্লাজা কেড়ে নিয়েছে তার প্রিয় মা আর বাবাকে। ছন্দার মতো দুর্ঘটনা শব্দটি বোঝেনা অনেক শিশুই। পোশাক শিল্প, রানা প্লাজা ট্র্যাজেডি শব্দগুলো না বুঝলেও তাদের বাবা-মা যে না ফেরার দেশে চলে গেছে এটা তারা বোঝে।

রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অর্কা রানা প্লাজা ট্র্যাজেডির শিকার অনাথ ৪৪ শিশুর দায়িত্ব নিয়েছে। নিজস্ব অর্থায়নে গাইবান্ধা শহরের পাশে তৈরি করেছে অর্কা হোমস। স্বজনহারা শিশুদের স্নেহ আর মমতায় লালন-পালন করা হচ্ছে এখানে। অভাব শুধু মা আর বাবার ভালোবাসার।
তৈরী পোশাক শ্রমিক মা কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরে যে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতেন শিশুদের। অজান্তে সেসব গল্পই এখন তাদের জীবনের অনুপ্রেরনা।

রানা প্লাজায় স্বজন হারা শিশুদের আলোকিত ভবিষ্যতে পৌঁছে দিতেই এ অর্কা হোমসের যাত্রা শুরু হয়েছে বলে উদ্যোক্তরা জানিয়েছেন।