চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রানাতুঙ্গা গ্রেপ্তার

কয়েকদিন আগেই অর্জুন রানাতুঙ্গাকে ঘিরে এক মহিলার ‘মি-টু’ অভিযোগে তোলপাড় হয়েছিল সামাজিক গণমাধ্যম। এবার সম্পূর্ণ অন্য একটি কারণে গ্রেপ্তার হলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও পেট্রোলিয়াম মন্ত্রী। অভিযোগ, তার নির্দেশেই বিক্ষোভকারীদের উপরে তার রক্ষীরা রোববার গুলি চালিয়েছিল। গুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

শ্রীলঙ্কার মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কলম্বো ক্রাইম ডিভিশন রানতুঙ্গাকে
গ্রেপ্তার করে। দ্রুতই তাকে আদালতে তোলা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা শনিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অপসারিত করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন মাহিন্দা রাজাপাকসে। এতেই সেদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এই অবস্থায় গ্রেপ্তার হলেন রানাতুঙ্গা।

ঠিক কী হয়েছিল এদিন? অভিযোগ, রানাতুঙ্গাকে অপহরণের চেষ্টা করার পরে তার দেহরক্ষীরা গুলি চালায়। তখনই একজনের মৃত্যু হয়। সোমাবারও দিনভর পরিস্থিতি উত্তপ্ত ছিল। তার মধ্যেই গ্রেপ্তার হলেন রানাতুঙ্গা।