চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজ্জাক-তুষারকে সম্মাননা জানালেন মাশরাফী-সাকিবরা

ক’দিন আগেই মাশরাফী সংবাদ সম্মেলনে বলেছিলেন আব্দুর রাজ্জাক ও তুষার ইমরানের কীর্তি হেলাফেলার নয়। খেলোয়াড়দের পক্ষ থেকে তাদের প্রাপ্য সম্মান দেয়া হয়। ওয়ানডে অধিনায়কের সেই কথার পর বিসিবির মাথায় এল দুই কীর্তিমানকে সম্মাননা জানানোর ব্যাপারটি। বৃহস্পতিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে টাইগার দলের সবাই মিলে সংবর্ধনা জানিয়েছেন রাজ্জাক-তুষারকে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজ্জাকের হাতে ‘৫০০’ লেখা ক্রেস্ট, আর তুষারের হাতে ১০,০০ লেখা ক্রেস্ট তুলে দেন সাকিব-তামিম-মাশরাফীরা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কারণ, কয়েকদিন আগেই বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তুষার। পরের রাউন্ডেই ৫০০ উইকেট শিকারের গর্বিত মালিক হন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

জাতীয় দলে আর কখনও খেলা হবে কিনা জানা নেই। সামনে নেই নতুন কোন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ একটা আছেও; বয়সের ভার ছাপিয়ে নিজেদের ছাড়িয়ে যাওয়া প্রত্যয় ধরে রাখা। তাতে বেশ ভালভাবেই জয়ী রাজ্জাক ও তুষার। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান-উইকেটের দেশিয় কীর্তি গড়া এ দুজনকে ভবিষ্যৎ ক্রিকেটারদের অনুসরণ করতে বলে থাকেন মাশরাফী।

ছবি: বিসিবি