চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহী সিটি মেয়র পদে বুলবুলের ফিরতে বাধা নেই

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্ত অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ রোববার রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। এ রায়ের ফলে মেয়র পদ ফিরে পেতে বুলবুলের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী আমিনুল হক হেলাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০ দলীয় জোটের সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতার চার মামলায় পুলিশের অভিযোগপত্রের পর ২০১৫ সালের ৭ মে বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বুলবুল হাইকোর্টে রিট করলে হাইকোর্ট মন্ত্রণালয়ের আদেশ অবৈধ বলে রায় দেন।

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন  করে রাষ্ট্রপক্ষ। সে আবেদন খারিজ করে রোববার রায় দেন আপিল বিভাগ।