চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহীতে প্রকাশ সিং হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

রাজশাহীর তানোরে পরকীয়ার জেরে প্রকাশ সিং হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার সকালে দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ নিয়ামতপুরের বাদল মন্ডল, তানোরের বিমল সিং, অঞ্জলী রানী ও সুবোধ সিং।

আদালত সূত্রে, ২০২১ সালের ২৮ র্মাচ তানোরের চোরখৈর গ্রামের প্রকাশ সিং বিকেলে বাড়ী থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন মাঠে তার লাশ পাওয়া যায়। এঘটনায় তার পিতা বাদী হয়ে মামলা দায়ের করে। পুলিশের তদন্তে উঠে আসে নিহত প্রকাশ তার চাচী অঞ্জলী রানী ও বাদল মন্ডলের পরকীয়া জেনে যান। এতে ক্ষুদ্ধ হয়ে চাচী অঞ্জলী, চাচা বিমল সিং, চাচাতো ভাই সুবোধ সিং ও কথিত প্রেমিক বাদল মিলে এ হত্যাকাণ্ড ঘটায়।

পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে স্বাক্ষ্য গ্রহণ, তথ্য উপাত্ত, যুক্তি র্তক উপস্থাপন শেষে আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।

প্রকাশ মহানগরীর নবরুপ মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী ছিল।