চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাজপ্রাসাদ যখন শিল্পকলা জাদুঘর

বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। যার আয়তন প্রায় ৭২,৭৩৫ বর্গমিটার। ল্যুভর জাদুঘরটি ল্যুভর প্রাসাদে নির্মিত। ১৭৯৩ সালের ১০ই আগস্ট ৫৩৭টি চিত্রকর্মের একটি প্রদর্শনীর মাধ্যমে ল্যুভর জাদুঘরটি উদ্বোধন করা হয়। জাদুঘরটির সংগ্রহশালা আটটি ভাগে বিভক্ত – মিশরীয় পুরাতত্ত্ব, নিকট প্রাচ্য পুরাতত্ত্ব, গ্রিক, এট্রাস্কান ও রোমান পুরাতত্ত্ব, ইসলামিক শিল্পকলা; ভাস্কর্য; সজ্জা সংক্রান্ত শিল্প, অঙ্কনশিল্প এবং ছাপা শিল্প। ল্যুভর এর পুরো বিল্ডিংটাকে মিউজিয়াম বানাতে প্রায় ২০০ বছর লেগে গিয়েছিলো।