চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজন হত্যা মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর

শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার শুনানির পরবর্তী তারিখ ৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। সিলেট মহানগর হাকিম প্রথম আদালত এই নির্দেশ দেন। একইসঙ্গে হত্যা মামলার বাদিপক্ষের আবেদনের প্রেক্ষিতে পলাতক আসামীদের পরবর্তী তারিখে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে মহানগর হাকিম প্রথম আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক শাহেদুল করিম নতুন তারিখ নির্ধারণ ও পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দেন।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁও এলাকায় শিশু সামিউল আলম রাজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় দায়ের করা মামলাটি তদন্ত করে গোয়েন্দা বিভাগ।

ঘটনার একমাস ৮ দিন পর ১৩ জনকে আসামী করে ১৬ আগস্ট গোয়েন্দা বিভাগ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই ১৩ জনের মধ্যে ৩ আসামী পলাতক। এদের মধ্যে কামরুল ইসলাম সৌদি আরবে আটক আছে। অন্য ২ জন শামীম আলম ও পাভেল আহমদ পলাতক রয়েছে। আদালতের নির্দেশে ইতোমধ্যে কামরুল ইসলাম ও শামীম আলমের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।