চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাজধানীর মূল সড়কে রিকশা বন্ধ

রাজধানীর কয়েকটি মূল সড়কে আজ থেকে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে রুটি-রুজির ওপর আঘাত বলছেন রিকশা চালকরা। তবে সিটি কর্পোরেশন বলছে, সড়কে গতি ও শৃঙ্খলা আনতেই এই পদক্ষেপ।

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা হয়ে সায়দাবাদ, আসাদগেট, আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি সড়কে রিকশা চলাচল বন্ধ হলো আজ থেকে। এর আগে সিটি কর্পোরেশনের ঘোষণা অনুযায়ী এসব এলাকায় রিকশা ভ্যানও বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

এমকি বামদলের ডাকা হরতালের মধ্যেও কুড়িল বিশ্বরোড মোড়ের প্রধান সড়কে সকাল থেকে রিকশা উঠতে দেয়নি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেন রিকশা চালকরা। এই সিদ্বান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা।

দুপুর বারোটার পর কুড়িলে রিকশা বিরোধী অভিযানে আসেন উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল।

রিকশার পাশাপাশি ফুটপাতে অবৈধ দখলের বিরুদ্ধেও সিটি কর্পোরেশনের অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: