চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীর পশুর হাটগুলোতে দেশি গরুর সরবরাহ বেশি

রাজধানীতে কোরবানির পশুর হাট এখনো জমে ওঠেনি। তবে গরুর আমদানি ভালো।বিক্রেতারা বলছেন, বন্যার কারণে এবার পশুর দাম গেলো বছরের চাইতে কম। বিক্রেতারা বলছেন, দেশি গরুর আমদানিই বেশি। তবে কিছু নেপালি এবং ভারতীয় গরুও আছে।

ক্রেতারা বলছেন, তারা এখন বিভিন্ন হাটে পশু যাচাই বাছাই করছেন।তবে গেলো বছর এ সময় পশুর হাট জমে উঠলেও এবার বন্যার কারণে চিত্রটা ভিন্ন। কয়েকদিন ধরেই রাজধানীর কোরবানির হাটে ঢুকছে গরু, মহিষ ও ছাগল।

ক্রেতারা এখন এক হাট থেকে অন্য হাটে দাম যাচাই করছেন। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমিন বাজার থেকে গাবতলী হাটে আনা অস্ট্রেলিয়ান পাগলু নামের একটি ষাঁড়ের দাম দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা। মানিকগঞ্জের থেকে আনা কালু নামে একটি গরুর দাম হাঁকানো হচ্ছে ১০ লাখ টাকা।

কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য বাড়ি বাড়ি গিয়ে ব্যাগ বিতরণ করছে সিটি কর্পোরেশন। গাবতলীর স্থায়ী হাটসহ এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩টি হাট বসেছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: