চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে জনদুর্ভোগ চরমে

রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় প্রায় তিন মাস ধরে রাস্তা খোঁড়াখুড়ির কারণে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। রাস্তায় ইট, খোয়া আর মাটির স্তুপ ক্রমেই উঁচু থেকে উঁচুতর হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সেবা প্রতিষ্ঠানগুলো খেয়াল খুশি মতো কাজ করায় এমন দুর্ভোগ।

মিরপুরের ১২ নম্বর ওয়ার্ডের জোনাকি রোড থেকে পীরেরবাগ পর্যন্ত রাস্তায় স্যুয়ারেজ লাইন সংস্কারের জন্য তিন মাস আগে রাস্তা খুঁড়ে সিটি কর্পোরেশন। কাজের গতি নিয়ে অসন্তুষ্ট এলাকাবাসী।

যেখানে সেখানে ইট, বালি, খোয়া আর মাটির স্তুপ ফেলে রাখায় যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটাচলাতেও দুর্ভোগ। প্রথমে এক মাসের কথা বললেও চ্যানেল আইয়ের ক্যামেরা দেখে ১০ দিনের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকাদার।

পাশের এলাকা বড়বাগের অবস্থা আরো শোচনীয়। এখানে স্যুয়ারেজ লাইনের সংস্কারের জন্য চলাচল করা রীতিমত এখন দু:সাধ্য ব্যাপার। রাস্তা পুরোপুরি সংস্কারের জন্য আড়াই মাস সময় লাগবে বলে জানিয়েছেন ওই এলাকার ঠিকাদার।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: