চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীতে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী শুরু

শুক্রবার রাজধানীতে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধন শেষে আলোচনা সভায়  সরকারের মন্ত্রীরা বিজ্ঞানীসহ সংশ্লিষ্টদের ফল সংরক্ষণ ও রপ্তানি বাড়াতে আরো কাজ করতে বলেন।

এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। কৃষিবিদ ইন্সটিটিউশনে এসে র‌্যালি শেষ হয়। পরে সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ৩ দিনের জাতীয় ফল প্রদর্শনী উদ্বোধন করেন। দেশের প্রায় সব জাতের ফল এ প্রদর্শনীতে স্থান পায়।

এরপর আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দেশীয় ফলের বিভিন্ন গুণের কথা তুলে ধরেন।

এসময় প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ফল সংরক্ষণ ব্যবস্থা আরো উন্নত হওয়া প্রয়োজন।

এছাড়া বর্তমান সরকারের সময় ফলদ বৃক্ষ রোপন ও ফল উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: