চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজকুমারের জন্মে ভুটানের রাজা-রাণীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নতুন রাজকুমারের জন্মে ভুটানের রাজা ও রানীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।  অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘মহামান্য, আপনাদের প্রথম সন্তান, যুবরাজের (গিয়ালজি) জন্মের সুখবর জানতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং মহামান্য রাণীকে (গিয়ালসুয়েন) রাজপিতা-মাতা হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।

ভুটানের ইতিহাসের এমন স্মরণীয় ও আনন্দঘন মুহূর্তে দেশটির জনগণের উল্লাসে সামিল হতে পারা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। নবজাতক এবং তার মায়ের সুস্থতার জন্য আমাদের সবার প্রার্থনা ও আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে।

আমি নতুন রাজকুমার ও মহামান্য রাণী জেতসান পেমাকে নিয়ে আপনাদের সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

আমার আমন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গ্রহণ করার অনুরোধ রইলো।

(শেখ হাসিনা)

প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’