চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রবি-এয়ারটেল এক হতে চুক্তি সই

আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা) ও ভারতীয় এয়ারটেল লিমিটেড (ভারতী) বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেড (রবি) এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের (এয়ারটেল) কার্যক্রম একীভূত করতে আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুই কোম্পানির তরফ থেকে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনার বিষয়ে আলোচনা শুরুর ঘোষণা দেওয়ার পর এই চুক্তি হলো।

একীভূতকরণের পর দুই কোম্পানির একীভূত সত্তা রবি নামেই ব্যবসা পরিচালনা করবে এবং একীভূত সত্তার গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ কোটিতে। দুই কোম্পানি তাদের যৌথ সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত মোবাইল নেটওয়ার্কের অধিকারী হবে।

এর মধ্য দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ ও উচ্চ গতির মোবাইল ইন্টারনেট সেবা দ্রুততার সাথে পৌঁছে দিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করার আশা করছে রবি-আজিয়াটা।

এই চুক্তির কার্যকারিতা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, সরকার এবং আদালতের অনুমতি পাওয়ার উপর নির্ভরশীল। তবে রবি-আজিয়াটা আশা করছে, এই প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যেই শেষ হবে।