চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রবার্ট মুলারকে বরখাস্তের চেষ্টার অভিযোগ অস্বীকার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তকারী দলের প্রধান মার্কিন বিচার বিভাগের বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারকে বরখাস্তের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে প্রকাশিত সংবাদকে ‘ভুয়া সংবাদ’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

বিবিসি জানায়, রবার্ট মুলারকে বরখাস্তের জন্য ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন এবং তার এই নির্দেশ না মেনে তার আইনজীবী পদত্যাগের হুমকি দিলে ট্রাম্প সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন বলে নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়।

তবে তাদের এই প্রতিবেদন সত্য নয় উল্লেখ করে অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে নিউ ইয়র্ক টাইমসের সমালোচনা করে একে ভুয়া সংবাদ এবং ভুয়া গল্প বলেছেন ট্রাম্প।

মার্কিন বিচার বিভাগের বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারের নেতৃত্বে মার্কিন নির্বাচনে রুশ সংযোগ বিষয়ে তদন্ত চলছে। এর আগে ট্রাম্পের জামাতাসহ হোয়াইট হাউজের সাবেক ও বর্তমান অনেক কর্মকর্তাই এই তদন্তদলের জেরার মুখে পড়েছেন।

যদিও শুরু থেকেই রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে আসছেন।