চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রংপুরকে ১৮৩ রানের লক্ষ্য দিলো সিলেট

বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলগত পারফরম্যান্সে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। 

জর্জ লিন্ডের ১০ বলে ২১ ও থিসারা পেরেরার ১৫ বলে ২১ রানের ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় দলটি। নাজমুল হোসেন শান্ত ৩০ বলে ৪০, তৌহিদ হৃদয় ২৫ বলে ২৫, অধিনায়ক মাশরাফী ১৬ বলে ২৮ রানের ইনিংস খেলে অবদান রাখেন।

রায়ান বার্ল ৬ বলে ১৫ ও জাকির হাসান ১৩ বলে ১৬ রান করেন। মুশফিকুর রহিম ছাড়া সবাই দুই অঙ্ক পেরিয়েছেন। এ উইকেটরক্ষক-ব্যাটার ৫ বলে ৬ রান করে আউট হন।

৮.৫ ওভারে সিলেটের দুই ওপেনার হৃদয় ও শান্ত গড়েন ৬৫ রানের জুটি। তিনে নেমে মাশরাফীর ঝড়ো ইনিংস ও অন্য ব্যাটারদের নৈপুণ্যে প্রত্যাশিত পুঁজিই পেয়েছে দলটি।

রংপুরের হাসান মাহমুদ ও দাসুন শানাকা দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট পান।

প্লে-অফ রাউন্ডে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেটকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৬ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে এই ম্যাচের জয়ী দল।