চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুব বিশ্বকাপের সফল আয়োজনে বাংলাদেশকে আইসিসির ধন্যবাদ

বাংলাদেশে সদ্য সমাপ্ত আসরকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সফলতম আসর হিসাবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। এরকম সফল আয়োজনের জন্য বাংলাদেশকে কৃতিত্ব দেয়ার পাশাপাশি আইসিসি স্বীকার করেছে, বড় আসরের আয়োজক হিসাবে অতিথি দলকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে সক্ষম বিসিবি ও বাংলাদেশ সরকার।

টুর্নামেন্ট শেষে এক মিডিয়া ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। উপস্থিত ছিলেন আইসিসি সভাপতি জহির আব্বাস ও আয়োজক বিসিবির সভাপতি নাজমুল হাসান এমপি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রিচার্ডসন বলেন, সফলভাবে টুর্নামেন্ট শেষ হওয়ায় আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ক্রিকেট বাের্ড ও বিভিন্ন নিরাপত্তাবাহিনীকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আইসিসির নিরাপত্তা টিমকেও ধন্যবাদ জানাই।

সার্বিক পরিস্থিতি চমৎকার থাকার পরও নিরাপত্তাহীনতার অজুহাতে অস্ট্রেলিয়া দলের এবারের আসর বয়কটকে দূর্ভাগ্যজনক বলেই মনে করে আইসিসি। তবে এই বর্জনের বিপক্ষে তাদের করনীয় সামান্যই বলে জানিয়েছে আইসিসি।