চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুব উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ

জাতীয় যুব দিবস আজ। লাখো যুবকের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষিত হয়ে ভাগ্যের পরিবর্তন ঘটেছে অনেক সম্ভাবনাময় তরুণ-তরুণীর। প্রশিক্ষণের পাশাপাশি এসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে সহজ শর্তে ঋণও দেওয়া হয়েছে।

রাজধানীর তাজমহল রোডের যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ কেন্দ্রে হাতে কলমে প্রশিক্ষণ নেন বিভিন্ন বয়সী সম্ভাবনাময় তরুণ-তরুণীরা। কেউ শখের বশে আবার কেউবা নিজের একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে স্বপ্ন থেকে প্রশিক্ষণ নেন।

যুব সমাজের ভাগ্য উন্নয়নে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলেও এখানে থেকে প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ।

তাজমহল রোডের এ কেন্দ্রটি থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন মির সায়েম হোসেন। প্রশিক্ষণ শেষে মাত্র ৫শ টাকা পুঁজি নিয়ে ব্লক বাটিকের কাজ শুরু করেন তিনি। পরবর্তীতে যুব উন্নয়ন কেন্দ্র থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০২ সালে জাতীয় যুব পুরস্কার পান সায়েম। এখন তার ব্যবসার পুঁজি দাঁড়িয়েছে ১০ কোটি টাকা। তার কারখানায় কাজ করছে শতাধিক কর্মী।

দেশের ৬৪টি জেলাতেই পোশাক সরবরাহ করেন সায়েম।

যথাযথ প্রশিক্ষণ ও কাজের প্রতি নিষ্ঠা থাকলে সায়েমের মতো প্রতিটি যুবকই আত্মনির্ভরশীল হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: