চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রের সরকারি কাজে হুয়াওয়ে-জেটিই প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের সরকার ও সরকারের হয়ে কাজ করাদের জন্য চীনের হুয়াওয়ে এবং জেটিইর সব প্রযুক্তিপণ্য ব্যবহার নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন।

বর্তমান মার্কিন প্রশাসন এ দু’টি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে মনে করে। তাই দেশটির ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্টের আওতায় এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী দুই বছরে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে চাইলেই এই দুই প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া সব প্রযুক্তিপণ্য ব্যবহার এখনি বন্ধ করতে পারছে না মার্কিন প্রশাসন। তাই আপাতত হুয়াওয়ে-জেটিই’র যেসব প্রযুক্তি দেশটির সার্বিক ব্যবস্থাপনার জন্য জরুরি কিন্তু সরাসরি মার্কিন তথ্যের নাগাল পায় না সেগুলো চালু রাখা হবে।

এমন নিষেধাজ্ঞা জারির পর দেয়া এক বিবৃতিতে চীনের হুয়াওয়ে জানায়, এটা যুক্তরাষ্ট্রের ডিফেন্স বিলের আরেকটি খামখেয়ালিপনা। এই নিষেধাজ্ঞায় গ্রাহক এবং ব্যবসায়ীদের ব্যয় বাড়বে।

তবে এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে কোন আইনি পদক্ষেপ নেয়ার কথা জানায়নি হুয়াওয়ে।