চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশ সদরদপ্তরে বন্দুকধারীর হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশের সদরদপ্তরে হামলা চালিয়েছে অজ্ঞাত এক বন্দুকধারী। শনিবার একটি সাঁজোয়া গাড়ির পেছন থেকে আক্রমণ শুরু করে ওই বন্দুকধারী। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালায়। ‍দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ চলে গুলির লড়াই।

পুলিশের ধারণা গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে। তার সঙ্গে বিস্ফোরক থাকতে পারে বলে সবাইকে সতর্ক করেছে পুলিশ।

গুলির ঘটনার আগে পুলিশ সদরদপ্তরের বাইরে অন্তত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি। আর হামলার ধরণ সম্পর্কে এখনও পরিস্কার হতে পারেনি পুলিশ।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, এই গুলির ঘটনার সঙ্গে অন্তত চারজন জড়িত। কিন্তু ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন জানান, ঘটনায় একজন জড়িত ছিলেন। তিনি গুলিতে নিহত হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ। তবে তার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি তারা।