চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ১২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীর গুলিতে ১১জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে বলে কাউন্টি শেরিফ অফিস থেকে জানানো হয়েছে।

পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়ার ‘থাউজেন্ড ওকস’ নামক স্থানে বর্ডারলাইন বার এবং গ্রিলে স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ সন্ত্রাসী হামলা চালানো হয় বলে এনডিটিভি জানায়।

বারটিতে কলেজের শিক্ষার্থীরা উৎসবের আয়োজন করেছিল। ভেনচুরা কাউন্টি শেরিফ অফিসের ক্যাপ্টেন গারো কুরেদজিয়ান বলেন, সেখানে কমপক্ষে শতাধিক তরুণ-তরুণী ছিল। নিহতদের মধ্যে একজন ডেপুটি শেরিফও রয়েছেন।

তিনি আরো বলেন, হামলার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং হামলাকারীকে ঘায়েল করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত প্রায় সারে ১১টার দিকে কেউ এতচন দৌঁড়ে ওই বারে ঢোকে এবং গুলি করতে শুরু করে। মনে হচ্ছিল সে একটি কালো পিস্তল দিয়ে গুলি করছিল।

তিনি বলেন, হামলাকারী কমপক্ষে ৩০ বার গুলি করে। সবাই বের হওয়ার পরও আমি তার গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম।