চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব করেছে পাকিস্তান

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার কথিত হস্তক্ষেপের জন্য কঠোর প্রতিবাদ জানিয়ে সিনিয়র একজন মার্কিন কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার দৃঢ়ভাবে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাত করার কথিত বিদেশী ষড়যন্ত্রে ওয়াশিংটনের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছে।

জাতির উদ্দেশ্যে একটি লাইভ ভাষণে ইমরান খান হুমকির চিঠি নিয়ে আলোচনা করে জানান তাকে অপসারণে বিদেশী ষড়যন্ত্র হয়েছে। স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করার জন্য তার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ভাষণে চিঠির বিষয়ে বলতে গিয়ে তিনি মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে দেন।

দুনিয়া নিউজ সূত্রের বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র কূটনীতিককে পররাষ্ট্র দপ্তর (এফও) “হুমকির চিঠি” বিষয়ে তলব করেছিল যাতে খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে ভয়ানক পরিণতির জন্য সতর্ক করা হয়।

বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক যোগাযোগের সময় একজন বিদেশী কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছে তার জন্য যুক্তরাষ্ট্রের কূটনীতিকের কাছে প্রতিবাদের একটি চিঠিও হস্তান্তর করেছে পররাষ্ট্র দপ্তর।

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অগ্রহণযোগ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।