চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে একদিনে সর্বোচ্চ শনাক্ত ভারতে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের ঘটনা ঘটেছে ভারতে। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে ৬৪ হাজারেরও বেশি মানুষ।

একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪ হাজার ২০০ জন। আর ব্রাজিলে ৪৬ হাজার ৩০০ জন।

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, প্রায় ১ হাজার জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ভারতে, ৮৭৫ জন। ব্রাজিলে মৃত্যু ৮৪১ জনের।

শীর্ষে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত
ওয়ার্ল্ডোমিটারের হিসাব বলছে, এখন পর্যন্ত এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে, প্রায় সাড়ে ৫১ লাখ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্ত ৩০ লাখেরও বেশি মানুষ। আর ভারতে মোট আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে।

বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি, দ্বিতীয় ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। আর ভারতে মৃতের সংখ্যা ৪৩ হাজার।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ১ কোটি ৯৮ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। মৃত্যুবরণ করেছে ৭ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১ কোটি ২৭ লাখেরও বেশি মানুষ।