চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যাদের হাতে বিশ্বকাপ পরিচালনার ভার

ইংল্যান্ড বিশ্বকাপে কোন কোন ক্রিকেটার খেলছেন জানা হয়ে গেছে আগেই। এবার জানা গেল ক্রিকেটাররা বাইশ গজে ব্যাটে-বলে ঠোকাঠুকি শুরু করলে তাদের যারা পরিচালনা করবেন সেই আম্পায়ারদের নামও।

শুক্রবার ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়ে দিয়েছে আইসিসি। পরীক্ষিত এবং অভিজ্ঞ আম্পায়ার-ম্যাচ রেফারিদের কাঁধেই থাকছে বিশ্বকাপ পরিচালনার ভার। ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ১৬ সদস্যের আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারি প্যানেল ঘোষণা করেছে।

এই ২২ জন মিলে পরিচালনা করবেন প্রথম পর্বের ৪৮ ম্যাচ। পরে ঘোষণা করা হবে সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম।

আম্পায়ার: আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফানি, ইয়ান গৌল্ড, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড ক্যাটেলবোরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দারাম রবি, পল রেইফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গফ, রুচিরা পাল্লিয়াগুরুগে, পল উইলসন।

ম্যাচ রেফারি: ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন।