চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যশোরের শার্শায় বাণিজ্যিকভাবে টার্কি মুরগি পালন

যশোরের শার্শা উপজেলায় পারিবারিক ও বাণিজ্যিকভিত্তিতে টার্কি মুরগি পালন শুরু হয়েছে। বেকারত্ব নিরসনেও টার্কি মুরগি পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শার্শা উপজেলার সম্বন্ধকাঠি গ্রামের রাজু হোসেন এবং খলিসাখালি গ্রামের সজীব গড়ে তুলেছেন টার্কির খামার। প্রথম বছরই লাভের মুখ দেখেছেন তিনি।

খামারিরা জানান, টার্কির রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোন মুরগির চেয়ে বেশি। ২০ সপ্তাহ বয়স থেকে ডিম পাড়া শুরু করে টার্কি। বহুমুখি লাভ দেখে অনেকেই গড়ে তুলছেন টার্কির খামার।

দ্রুতবর্ধনশীল একটি টার্কি বছরে ১২ থেকে ১৫ কেজি ওজন হওয়ায় অনেকটাই লাভজনক। টার্কি পালনে লাভের দিকগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা দিচ্ছে প্রাণি সম্পদ বিভাগ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: