চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে মেসির জরিমানা ৬ হাজার টাকা

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে ওসাসুনা ম্যাচে জার্সি খুলে ফেলেছিলেন লিওনেল মেসি, তখন পরনে ছিল শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের জার্সি। সাবেক গুরুর প্রতি এভাবে শ্রদ্ধা জানিয়ে তাকে যে জরিমানা গুণতে হবে জানাই ছিল। প্রশ্ন ছিল অঙ্কটা কত?

বুধবার মেসিকে আনুষ্ঠানিকভাবে জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন কম্পিটিশন কমিটি। জার্সি খোলার দায়ে বার্সার আর্জেন্টাইন অধিনায়ককে ৬০০ ইউরো বা ৬ হাজার ১০০টাকার মতো জরিমানা করেছে তারা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রদ্ধা বা যাই হোক না কেনো, লিগের আইনের ৯৩ ধারা অনুযায়ী জার্সি খুলে শাস্তিযোগ্য অপরাধ করেছেন মেসি। এই জার্সি খোলার পেছনে যেকোনো উদ্দেশ্যই থাকুক না কেনো, শাস্তি তাকে পেতেই হবে।

মেসির পাশাপাশি বার্সাকে ১৮৩ ইউরো জরিমানা করেছে কমিটি। জরিমানার অঙ্ক নিয়ে বিন্দুমাত্র আপত্তি না থাকলেও বার্সার চিন্তা অধিনায়কের হলুদ কার্ড নিয়ে। একই কারণে ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সেই হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করবে তারা।