চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ম্যানসিটি ছুটছেই, আর্সেনালের হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটির লড়াইয়ে জয়ের হাসিতে মাঠ ছেড়েছে সিটিজেনরা। তবে নবাগত ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠ থেকে হেরে ফিরেছে আর্সেনাল।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। আর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠ থেকে ২-১ গোলে হেরে এসেছে আর্সেনাল।

এই জয়ে ২৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে পোঁছে গেল পেপ গার্দিওলার দল। আর অ্যান্টোনিও কন্তের চেলসি সমান ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে থাকল। সেখান আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ৪৫ পয়েন্টে আছে টেবিলের ষষ্ঠ স্থানে।

ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুর মিনিটেই কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যায় সিটিজেনরা। সার্জিও আগুয়েরোর বাড়ানো বল ডেভিড সিলভা নিয়ন্ত্রণে নিয়ে ঠেলে দেন মিডফিল্ডার বের্নার্ডো সিলভার দিকে, পর্তুগিজ তারকা জাল খুঁজে নেন সহজেই।

সেখানে অ্যালবিয়নের মাঠে সপ্তম মিনিটেই লুইস ডাঙ্কের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান গ্লেন মারে। ৪৩ মিনিটে পিয়েরে-এমেরিক ওবামেয়াং একবার ব্যবধান কমালেও পরে আর ম্যাচে ফেরার হয়নি গানারদের।