চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন এরিক টেন হাগ। তিন বছরের চুক্তিতে রেড ডেভিলদের দায়িত্ব নিলেন। চুক্তি আরও একবছর বাড়ানোর পথও রাখা হয়েছে।

আসছে নতুন মৌসুম থেকে রোনালদো-ম্যাগুয়েরদের দায়িত্ব নেবেন বর্তমানে আয়াক্সকে কোচিং করানো এ ডাচ কোচ। চলতি মৌসুমে লিগে রেড ডেভিলদের বাকি আছে ৬ ম্যাচ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর এরিক টেন হাগ ইউনাইটেডের পঞ্চম স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেলেন। তার আগে স্থায়ী কোচ ছিলেন ডেভিড ময়েস, লুইস ফন গাল, হোসে মরিনহো এবং ওলে গানার সোলশেয়ার।

রেড ডেভিলদের কোচ হওয়ার প্রতিক্রিয়ায় এরিক টেন বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া বড় সম্মানের এবং সামনের চ্যালেঞ্জটি নিয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত। এই দুর্দান্ত ক্লাবের ইতিহাস এবং ভক্তদের আবেগ জানি। তাদের প্রাপ্য সাফল্য দিতে সক্ষম এমন একটি দল গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

‘ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার আগে আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি এবং এই মৌসুমটি সফলভাবে শেষ করার দিকে মনোনিবেশ করার বিষয়ে আমাদের ভক্তদের আশ্বস্ত করতে পারি।’