চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ম্যানইউ ছাড়ছেন রোনালদো?

রেড ডেভিলদের ডেরায় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তন ক্লাবটির জন্য ‘কাল’ হয়েছে। ক্লাবটির ডিএনএ খুইয়ে দিচ্ছেন সিআর সেভেন। মাঠে-বাইরে তার আচরণ সতীর্থদের ফর্মেও বাধা সৃষ্টি করছে। এমনকি ম্যানইউর জয়খরায় অন্যতম কারণও পর্তুগিজ সুপারস্টার।

জিয়ানলুইজি বুফন থেকে গ্যাব্রিয়েল আগবনলাহোরের পর অনেকে মেতেছেন রোনালদোর এমন সমালোচনায়। একগাদা অভিযোগে অভিযুক্ত রোনালদো ম্যানইউ ছেড়ে দিক, এমনও চাইছেন অনেকে। এদিকে ইংলিশ ক্লাবটিও তরুণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের প্রতি আগ্রহ প্রকাশ করছে। তবে ঠিক উল্টো অবস্থানে আছেন সিআর সেভেনের এজেন্ট হোর্হে মেন্ডেস।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তার মতে, রোনালদো পুরনো ক্লাবে খুশি আছেন। বরাবরের মতো কঠিন এবং দুর্দান্ত পারফরম্যান্স চালিয়ে যাচ্ছেন। তার দৃঢ় বিশ্বাস, চলতি মৌসুম সিআর সেভেনের জীবনের অন্যতম হতে চলেছে। তিনি অন্যকোথাও নয়, ম্যানইউতেই থাকবেন।

রোনালদো সর্বকালের সেরা ফুটবলারদের একজন, সমালোচনাও তার পিছু ছাড়ে না। ম্যানইউতে যতটা পারফর্ম করছেন, একটা সময় সেটির থেকেও বাজে সময় কাটিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। কিন্তু তখন আগবনলাহো বা বুফনের মতো কেউ এমনভাবে সমালোচনা করার সাহস পাননি। ক্লাব থেকে চলে যাওয়ার কথাও বলেননি।

ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে রোনালদোর সঙ্গে ফের চুক্তি করতে পারতো স্প্যানিশ রিয়াল। তবে এখন ম্যানইউর কাছেও খুব একটা গুরুত্বপূর্ণ নন রোনালদো। যে কারণে তার এজেন্ট মেন্ডেস চাচ্ছেন তিনি ম্যানইউতেই থাকুন। রোনালদোর পড়ন্ত এই সময়ে অন্যকোন ক্লাব এমন বড় অঙ্কের বেতন দেবে না। এমনকি ম্যানইউতে থাকাকালীন যতটা লাইমলাইটে আসতে পারছেন, অন্য ক্ষেত্রে সেটিও পারবেন না।