চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে ২০ বছর নিষিদ্ধ

ঘরোয়া ক্রিকেট র‌্যাম স্ল্যাম টি-টোয়েন্টিতে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনায় সব ধরনের ক্রিকেট থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার গোলাম বদি।

সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সিএসএ’র প্রধান নির্বাহী লরগাত বলেন, গত বছর সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বোদির বিরুদ্ধে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে সে ধরা পড়ে। এরপর তদন্তে এর সত্যতা মিলে। তাই ক্রিকেট থেকে তাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সাউথ আফ্রিকার হয়ে ২০০৭ সালের শেষের দিকে দুটি ওয়ানডে ও একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে অংশ নেন বদি। প্রায় ৯ বছর আগে প্রোটিয়াদের হয়ে খেলা ওই দুই ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৫১ ও ৩২ রান করেন তিনি। আর একমাত্র টি-টোয়েন্টিতে করেন ৮ রান ।