চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মৌসুমী ফলে ভরে উঠেছে রাজধানীর বাজার

প্রতি বছরের মতো এবারো রাজধানীর পাইকারী বাজারে মৌসুমী ফলের সমারোহ। রাজধানীর বাজার জুড়ে প্রচুর পরিমাণে মৌসুমী ফল উঠেছে। আমদানি বেশি হওয়ায় দামও রয়েছে ক্রেতার হাতের নাগালের মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে তারা আশানুরূপ লাভ পাচ্ছেন না।

আম, কাঁঠাল, বাঙ্গী, তরমুজ, জামরুল, আতা ফলসহ নানা সুস্বাদু ফলের গন্ধে ভরপুর বাজারগুলো। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের চাইতে এবার আমদানি বেশি হলেও ফুটপাতে বিক্রি করা যাচ্ছে না বলে লাভ ভালো হচ্ছে না।

পাইকারী বাজার থেকে বিভিন্ন মৌসুমী ফল কিনে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতারা।

ফল পরিবহনে খরচ বেশি হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সামনের দিনগুলোতে ফলের দাম আরো কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।