চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মোশন পোস্টারে জয়ার ‘এক যে ছিল রাজা’

গাজীপুরের ভাওয়াল সন্ন্যাসীকে নিয়ে সিনেমা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী। ছবিতে ভাওয়াল সন্ন্যাসী রূপে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের জয়া আহসান। প্রতীক্ষিত এই ছবিটি এবার নিয়ে এলো মোশন পোস্টার।

‘এক যে ছিল রাজা’ মুক্তি পাবে আগামী দূর্গা পুজোয়। তার আগে মুক্তি পেলো এ ছবির মোশন পোস্টার। উত্তমকুমার ‘সন্ন্যাসী রাজা’ করেছিলেন। সেটাও ছিল বাংলাদেশের গাজীপুরের ভাওয়াল সন্ন্যাসীর গল্প।

ছবিটি নিয়ে সৃজিত সেসময় বলেছিলেন, দুটো ছবি সম্পূর্ণ আলাদা। আমার ছবি ভাওয়াল সন্ন্যাসী কোর্ট কেস নিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের ‘আ প্রিন্সলি ইমপস্টার’ বইটাই আমার ছবির প্রেরণা।

কলকাতার আনন্দবাজার পত্রিকাকে সৃজিত জানান, কিছু চরিত্র গল্পের প্রয়োজনে পাল্টেছেন। তবে সব চরিত্রেরই একটা ঐতিহাসিক ভিত্তি আছে। ছবিতে ‘রাজা’র ভূমিকায় যিশু সেনগুপ্ত। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল।

রাজার বোনের ভূমিকায় রয়েছেন জয়া আহসান। দুই উকিলের ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে।