চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মোদির দলে যোগ দিলেন গম্ভীর, দাঁড়াতে পারেন নির্বাচনেও

ঠোঁটকাটা স্বভাবের কারণে বেশ চর্চিত এক ব্যক্তির নাম গৌতম গম্ভীর। ভারতের সাবেক এ ক্রিকেটার চুন থেকে পান খসলেই ধুয়ে দেন জাতীয় দলকে। পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সবচেয়ে বেশি সমালোচনা করেছেন যে কয়জন ভারতীয় ক্রিকেটার, উপরের তালিকায়ই থাকবে গম্ভীরের নাম। তখন থেকে আলোচনা, খুব শিগগিরই হয়ত রাজনীতিতে পা রাখতে চলেছেন।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন গম্ভীর নিজেই। আনুষ্ঠানিকভাবে শুক্রবার যোগ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি- বিজেপিতে। বিজেপির সদর দপ্তরে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন গম্ভীরকে। নভোজ্যাত সিং সিধু, মোহাম্মদ আজহারউদ্দিনের পর আরেকজন ক্রিকেটারের পা পড়ল দেশটির রাজনীতিতে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কেবল রাজনীতিতেই যোগদান নয়, দেশটির সংবাদমাধ্যমের আভাস আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে চলেছেন গম্ভীর। ভারতীয় সাবেক ওপেনারের নির্বাচনী আসন হতে পারে কেন্দ্রীয় নয়াদিল্লী আসন। বর্তমানে এই আসনের নির্বাচিত সাংসদ হলেন বিজেপির মীনাক্ষী লেখি। তবে তাকে সরিয়ে সেই আসনে প্রার্থী করা হতে পারে গম্ভীরকে। তার বাড়ি আবার আসনটির রাজেন্দ্র নগরে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের অমৃতসর কেন্দ্রে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন গম্ভীর। সেই প্রচারের ফলাফল পক্ষে যায়নি। কংগ্রেসের অমরিন্দর সিংয়ের কাছে হারতে হয়েছিল জেটলিকে।