চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মে মাসের বেতন পেলো ডিগনিটি’র শ্রমিকরা

গাজীপুরে আগুনে পুড়ে যাওয়া পোশাক কারখানা ‘ডিগনিটি’র শ্রমিকদের মে মাসের বেতন দেয়া হয়েছে। শ্রমিকদের দাবি অনুযায়ী আসন্ন ঈদ উল ফিতরের বোনাস ও দু’মাসের অগ্রিম বেতন কবে দেওয়া হবে; তা এক সপ্তাহের মধ্যে জানাবে মালিকপক্ষ। রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। প্রায় ১৯ ঘন্টা পর সোমবার আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর ওই ভবনের ৬ষ্ঠ তলা থেকে ৩য় তলা পর্যন্ত ধসে পড়ে। তবে এখনও সেখানে ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের আশঙ্কা, তাপমাত্রা বেড়ে যাওয়ায় আশেপাশের ভবনগুলোও ধসে পড়তে পারে।

ধসে পড়া ওই ভবনটিতে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ১৯ ঘন্টা কাজ করে।

গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ডিগনিটি টেক্সটাইল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি স্টিল স্ট্রাকচারের ওপর নির্মিত হওয়ায় প্রচণ্ড গরমে আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস কর্মীদের সমস্যা হচ্ছে।

সাততলা ভবনটিতে দুই হাজারের বেশি শ্রমিক কাজ করে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় দুপুরের খাবারের ছুটি থাকায় শ্রমিকরা কারখানার বাইরে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।

তবে ওই কারখানায় থাকা বিপুল পরিমাণ পোশাক তৈরির কাঁচামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসে কমিটি প্রতিবেদন দাখিল করবে।