চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেয়র পদ থেকে আইভীর পদত্যাগ

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র পদ ত্যাগ করেছেন ডাঃ সেলিনা হায়াৎ আইভী। বুধবার বিকেলে তিনি পদত্যাগ করেন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচনকালীন সময়ে সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।

এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, আমাকে ২০১১ সালের নির্বাচনে নগরবাসি বিপুল ভোটে নির্বাচিত করে যে দায়িত্ব দিয়েছিলো আমি সে দায়িত্ব আন্তরিকভাবে পালনের চেষ্টা করেছি। কোনো অপশক্তির কাছে মাথা নত করিনি। দলমতের উর্ধ্বে উঠে কাজ করেছি। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবো। আমি নারায়ণগঞ্জবাসির মত নিয়ে আবার নারায়ণগঞ্জের সেবা করতে চাই।

আওয়ামীলীগের বিরোধ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, দয়া করে এসব বিষয় নিয়ে খোচাখুচি করবেন না। নেত্রী আমাদের সবাইকে একসাথে কাজ করতে বলেছেন। আপনারা নির্বাচনের মাঠে সবাইকে পাবেন।